বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ন
রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):
শেরপুরের শ্রীবরদীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ-১৪৩০ পালিত হয়েছে। শুক্রবার ( ১৪ এপ্রিল) সকালে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি এম.এ মতিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।