শিরোনাম
গুজরাটে ৬ তলা ভবন ধসে বহু হতাহতের শঙ্কা
ভারতের গুজরাটের সুরাটে একটি বহুতলবিশিষ্ট আবাসন ভবন ধসে পড়েছে। ছয় তলা ভবনটি ভেঙে আহত হয়েছেন অন্তত ১৫ জন। তবে এখনও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই খবর জানায় আনন্দবাজার পত্রিকা অনলাইন।-খবর তোলপাড় ।
এতে বলা হয়, সুরাটের সচিন পালি গ্রামে এই বহুতল ভবনটি ভেঙে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধারের চেষ্টা চলছে।
গত কয়েক দিন ধরে সুরাটে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দমকল বাহিনীর প্রাথমিকভাবে ধারণা করছে, বৃষ্টির কারণে ভবনটি ভেঙে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটি অনেক বছরের পুরনো। জীর্ণ হয়ে পড়েছিল ভবনটি। সেখানে ভাড়ায় থাকত অনেক পরিবার।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর