বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:২৭ পূর্বাহ্ন
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:
দিনব্যাপী নানা আয়োজনে কুড়িগ্রামে একুশে টেলিভিশনের ২৪তম জন্মদিন পালিত হয়েছে। সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। সন্ধায় একুশে টেলিভিশনের জন্মদিন উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সাংবাদিকগণ অংশ নেয়।
ইফতার মাহফিল শেষে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। একুশে টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের সভাপেিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মো: কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ মীর্জা মো: নাসির উদ্দিন, একুশে পদক প্রাপ্ত এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাইদ হাসান লোবান, যুগ্ন সম্পাদক জিল্লুর রহমান টিটু, সাংগাঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম বেবু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু, শফি খান,আহসান হাবীব নীলু ও ইউসুফ আলমগীর।