বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৫২ অপরাহ্ন
মঞ্জুরুল হক মঞ্জু, পার্বতীপুর(দিনাজপুর):
সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচী আওতায় দিনাজপুরের পার্বতীপুরে ৭ ভিক্ষুক পরিবার ১টি করে গরু ও পল্লী মাতৃকেন্দ্রের ঋণ কর্মসূচির আওতায় ২০ দুস্থ পরিবার ৪ লাখ টাকার ঋণ সুবিধা পেয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) সকালে পার্বতীপুর উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন- বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাপস রায়।