বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন

নোটিশ:
দৈনিক তোলপাড় পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। তোলপাড় পত্রিকা আপনার আমার সবার। আপনার এলাকার উন্নয়নের ভূমিকা হিসেবে পত্রিকাটির মাধ্যমে আমরা দায়িত্ব নিয়েছি।  এ জন্য বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা-বিভাগ-কলেজ ক্যাম্পাসসহ গুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির পর্ষদ।  আগ্রহী হলে আপনিও এক কপি রঙিন ছবিসহ নিম্ন ঠিকানায় সিভি প্রেরণ করে নিয়োমিত সংবাদ পাঠাতে পারেন। সেই সাথে সারা বিশ্বে আপনার এলাকার প্রতিষ্ঠানের প্রচারেরর জন্য  ৫০% কমিশনে বিজ্ঞাপন দিতে পারেন।

শিশুদের বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেল কাউন্সিলর

সংবাদদাতা, নীলফামারী:

নীলফামারীর ডোমার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল ইসলাম (৩২) সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছেন। জানা গেছে, তিন শিশুকে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা থেকে বাঁচাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ডোমার পৌরসভার চিকনমাটির মৃত বাবলু রহমানের পুত্র কাউন্সিলর রুবেল।

সোমবার (১৭ এপ্রিল) রাত সাড়ে আট টায় ডোমার থেকে জলঢাকা অভিমুখে তিনবাট বাজার এলাকায়। এসময় কাউন্সিলের সাথে থাকা আরেক মোটরসাইকেল আরোহী চিকনমাটি ধনিপাড়া এলাকার ছোট বাউয়ের পুত্র দুলাল হোসেন (৩২) কিছুটা আহত হয়েছে।

দুলাল বলেন, কাউন্সিলর রুবেল সহ আজ দুপুরে তার অসুস্থ শাশুড়িকে দেখার জন্য রংপুরে মেডিকেলে যাই। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে আটটার দিকে তিনবট বাজারে ঢুকার সময় হঠাৎ করে তিন শিশু আমাদের মোটরসাইকেলের সামনে এসে পড়ে। তাদেরকে দূর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রনের সময় আমি গাড়ি থেকে ছিটকে পড়ে যাই এবং সামান্য আহত হই। অপরদিকে থেকে একটি মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষে মাথায় প্রচন্ডভাবে আঘাতের কারনে রুবেল ঘটনাস্থলেই মারা যান।

এদিকে স্থানীয় তদন্ত শেষে মরদেহ জলঢাকা থানায় নেয়া হয়েছে বলে জানান জলঢাকা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিশ্বদেব রায়। তিনি জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় ডোমার বালিকা বিদ্যা নিকেতন স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

কাউন্সিলর রুবেল ডোমার প্রেসক্লাবের সহ সভাপতি ও স্থানীয় একটি পত্রিকার ডোমার প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ দুই কন্যা সন্তান সহ অসংখ্য বন্ধুবান্ধব রেখে গেছেন। রুবেলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে ।

আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com

এছাড়া বিশেষ ৫০% ছাড়ে সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700


© All rights reserved © 2017 তোলপাড়