বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য বসির উদ্দিন ব্রেনস্টোক রোগে আক্রান্ত হয়ে সোমবার(১৭এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের নাটুয়ামহল গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইনাœনিল্লাহি ——রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫বছর। তিনি ২স্ত্রী, ২ছেলে, ৫মেয়ে, নাতি-নাতিনী, বন্ধু- বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি প্রেসক্লাব রাজারহাটের সহ-সভাপতি এম আজিজুল হকের পিতা।
দুপুর আড়াই টায় বীর মুক্তিযোদ্ধাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। এসময় উপজেলা নিবার্হী অফিসার নূরে তাসনিম, থানার অফিসার ইনচার্জ(তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রজব আলী, ডিপুটি কমান্ডার সোলায়মান আলীসহ উপজেলার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহরাওয়ার্দ্দী বাপ্পী, রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রেসক্লাব রাজারহাটের সকল সাংবাদিকগণসহ রাজনৈতিক,সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।