বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩২ পূর্বাহ্ন
আজ আমি ফিরে পেলাম
স্বাধীনতার সুখ,
হৃদয়টা মোর শান্ত হলো দেখিয়া মাতৃভূমির মুখ।
খোলা আকাশে উড়িতেছি আজ
হয়েছে মন শান্ত,
হয়েছি আমি বাবুই পাখি দুর করে সব ক্লান্ত।
হয়েছি আমি মুক্ত ফড়িং কখনো প্রজাপতির বেশ,
দেখব ঘুরে মাতৃভূমি সোনার বাংলাদেশ।
দেখিতেছি আজ কত কারুকাজ
পাখিরা মুক্ত কন্ঠে গাইতেছে গান,
মাঠ ভরা ভরা কোচি ধানের ছড়া বইতেছে কত ঘ্রাণ।
দূর হইয়াছে আমার সকল দুঃখ
দেখিয়া মাতৃভূমির মুখ, ওগো বন্ধু আজ আমি পেয়েছি
স্বাধীনতার সুখ।
–তরুন কবি।