বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

অর্ধ কোটি ডলার জরিমানা থেকে বেঁচে গেল মাস্ক!

রিপোর্টারের নাম / ৮১ টাইম ভিউ
Update : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। মার্কিন এই ধনকুব খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটার কিনে নেন। এরপর থেকেই একাধিক আইনি লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক্স বা আগে টুইটার নামে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমটি। সম্প্রতি ইলন মাস্কের বিরুদ্ধে টুইটারের সাবেক কর্মীর আনা ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা খারিজ করে দিয়েছে মার্কিন আদালত।-খবর তোলপাড় ।

টুইটার কিনার পর ছয় হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করেন মাস্ক, যাদের পুরো বেতন পরিশোধে ব্যর্থতার অভিযোগে এ মামলা করা হয়েছিল। তবে, বুধবার এ মামলায় জিতে গেলেন মাস্ক। ‘ক্লাস-অ্যাকশন’ এ মামলাটি দায়ের করেছিলেন টুইটারের সাবেক কর্মী কোর্টনি ম্যাকমিলিয়ান।

মামলার অভিযোগে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ‘এমপ্লয়ি রিটায়ারমেন্ট ইনকাম সিকিউরিটি অ্যাক্ট (ইআরআইএসএ)’ অনুযায়ী ‘টুইটার সেভারেন্স প্ল্যান’-এ কর্মীদের তিন মাসের বেতন বকেয়া। তবে তারা এর চেয়ে কম বেতন পাওয়ায় ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন।

মঙ্গলবারে ‘ক্লাস-অ্যাকশন’ অভিযোগ খারিজ করে মাস্কের প্রস্তাব মঞ্জুর করেছেন ‘নর্দার্ন ডিস্ট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়া’র ডিস্ট্রিক্ট জজ ট্রিনা টম্পসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর