দলের যে ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার মত নয় জানিয়েছে মেনন
সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা কমরেড শহীদুল্লাহ শহীদ (৭৫) এর মৃত্যুতে দলের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার মত নয়। তিনি ছিলেন দলের নিবেদিত প্রাণ। তিনি বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে ওয়াকার্র্স পার্টিকে অনেক দুর এগিয়ে নিয়েছেন। তৃণমূল পযার্য়ের নেতাকমীর্রা তাকে অনেক ভালোবাসতেন। তিনি ছিলেন বিশ্বস্ত, সৎ ও প্রতিবাদী নেতা। শনিবার পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে শোক ও স্মারণ সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন।
নেতাকমীর্রা তার বিদেহী আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা, বৃক্ষরোপন করা ও অন্যান্য কর্মসূচী পালন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়াকার্র্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক।
অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁও জেলা ওয়াকার্র্স পার্টির সভাপতি, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি কমরেড অধ্যাপক ইয়াসিন আলী, ওয়াকার্র্স পার্টির নেতা ডিএন ডিগ্রী কলেজ অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, কমরেড আবু জাহেদ মুহাঃ ইবনুল ইকরাম জুয়েল, এ্যাডভোকেট আবু সায়েম, সমির শাহজাহান প্রভাত সহ ৫ শতাধিক নেতাকমীর্ উপস্থিত ছিলেন।