দেশের যেকোন দুর্যোগ মূহুর্তে র্যাব সবসময় বন্ধু হয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রামে জানিয়েছে র্যাব মহাপরিচালক
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:
বাংলাদেশ র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহা পরিচালক ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ বলেছেন, জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধীদের গ্রেফতার করে জনমনে আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি র্যাব বিভিন্ন সামাজিক, মানবিক ও প্রাকৃতিক দূর্যোগে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। দেশের যেকোন আপদকালীন সময়ে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদানে জনগণের আস্থা অর্জন কাজ করে যাচ্ছে।
তিনি রোববার দুপুরে কুড়িগ্রাম সদরের চরযাত্রাপুর এলাকায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পাশাপাশি জনগণের সর্বোত্তম কল্যাণে কাজ করে যাচ্ছেন। বন্যা কবলিত অসহায় মানুষের জীবন রক্ষা ও নিরাপত্তার জন্য তিনি নির্দেশ দিয়ে যাচ্ছেন। দেশের এই দূর্যোগপূর্ণ মূহুর্তে র্যাব জনমানুষের বন্ধু হয়ে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে।
এসময় চরযাত্রাপুর এলাকায় ৫শতাধিক বানভাসী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর প্রমূখ।