বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদদাতা, গাজীপুর:
ক্রিকেটের আইপিএল নিয়ে গাজীপুর মহানগরের পূর্ব মারিয়ালী নাওভাঙ্গা এলাকায় জুয়া খেলার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হাতুড়িপেটা করে এবং গলাকেটে এক দোকান কর্মচারীকে হত্যা করেছে তার এক বন্ধু। ঈদের আগের দিন শুক্রবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঘাতক বন্ধূকে গ্রেপ্তার এবং শনিবার দুপুরে গাজীপুরের আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
নিহত আল আমিন (৩৮), জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কল্কিহারা গ্রামের আমিরুল হকের ছেলে। গ্রেপ্তার রাসেল (২৪), ব্রাক্ষ্মণবাড়ীয়ার বিজয়নগর উপজেলার বীর পাশা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) সদর থানার ওসি মোঃ জিয়াউল ইসলাম জানান, গাজীপুর সদর থানার পূর্ব মারিয়ালী নাওভাঙ্গা এলাকায় একটি দোকানে চাকুরী করতেন আল আমিন। গত কয়েকদিন ধরে তার বন্ধু রাসেলের সাথে আইপিএল নিয়ে জুয়া খেলার টাকা লেনদেন নিয়ে মতবিরোধ চলছিলো। আল আমিন তার পাওনা নয় হাজার টাকা রাসেলের কাছে দাবি করে। শুক্রবার (২১ এপ্রিল) জুম্মা নামাজের পর টাকা দেয়ার কথা বলে রাসেল আল আমিনকে মোবাইল ফোন করে স্থানীয় পূর্ব মারিয়ালী নাওভাঙ্গা এলাকার জনৈক সাইফুল ইসলামের ভাড়া বাড়িতে মোহাম্মদ আলীর ঘরে ডেকে নেয়। এসময় পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে রাসেল হাতুড়ি দিয়ে আল আমিনের কপালে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ঘটনাস্থলেই বটি দিয়ে গলা কেটে তাকে হত্যা করে। এলাকাবাসী টের পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে রাসেল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় জনতা রাসেলকে আটক করে ওই ঘরে গেলে আল আমিনের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে গাজীপুরের আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।