সোহিনীর জীবনের নতুন অধ্যায় শুরু
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মিস টু মিসেস হচ্ছেন টলি কুইন সোহিনী সরকার। সোমবারের স্বর্ণালী সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়বেন শোভন-সোহিনী । এক বছরের প্রেম । এবার তাতে লাগতে চলেছে বিয়ের রং। আজই সেই দিন । সকাল থেকেই বর-কনের বাড়িতে ব্যস্ততা । ২২ শ্রাবণের এক অনুষ্ঠানে দুজনের কাছাকাছি আসা। আবারও এক বর্ষার মরসুমে সানাইয়ের সুরে এক হবে দু’টি মন, বাঁধা পড়বেন এক সুতোয় । যদিও, তাঁদের জীবনে আগেও বহু প্রেম এসেছে । রণজয়ের সঙ্গে সোহিনীর সম্পর্কের কথা কারও অজানা নয় । আবার শোভনের সঙ্গে নাম জড়ায় স্বস্তিকা দত্তেরও । কিন্তু, ওই যে কথায় আছে না, রব নে বনা দি জোড়ি ।-বিনোদন তোলপাড় ।
সংগীতশিল্পী শোভনের সঙ্গে সংসার পাততে চলেছেন সোহিনী। দুজনের প্রেম নিয়ে দীর্ঘদিন চর্চা হয়েছে। তার বেশ অনেকদিন পরই সেই খবরে সিলমোহর দিয়েছেন দুজনে। সোহিনীর জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে আসে একসঙ্গে দুজনের ছবি। এরপর বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে ছবি পোস্ট করেছেন টলিপাড়ার এই লাভবার্ডস।
আপাতত ফার্ম হাউসে পরিবার পরিজনদের নিয়ে ছিমছাম উদযাপন হবে, আম্বানিদের মতো গ্র্যান্ড ওয়েডিং-এ নেই বাংলার তারকা যুগল শোভন-সোহিনী। বছর শেষে নাকি হবে রিসেপশন, তাতে হাজির থাকবেন টলিপাড়ার হু’জ হুরা। আপাতত আষাঢ়ের শেষ দিনে দু’টো মানুষের দু’টো গল্প লেখা হবে একসঙ্গে, নতুন এক পাতায়।