সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদদাতা, সাভার:
সাভারে রানা প্লাজা ট্র্যাজেডি দিবস ঘিরে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আহত শ্রমিক, নিহতের স্বজনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো। ২০১৩ সালে ২৪ এপ্রিল সাভারের বাস স্ট্যান্ডে রানা প্লাজা ধসে পড়ে হাজারো অধিক শ্রমিক প্রাণ হারায়। আহত হয় আরো দুই হাজার শ্রমিক।
সোমবার (২৪ এপ্রিল) সকাল ৮ টা থেকে ঢাকা আরিচা মহাসড়কের পাশে সাভারের রানা প্লাজার সামনে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে মিছিল ও মানবন্ধনসহ নানা কর্মসূচী পালন করে। -খবর তোলপাড় ।
এসময় রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শ্রমিক ও ক্ষতিগ্রস্থ শ্রমিকদের জন্য চারদফা দাবী জানান বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। দাবীগুলো হলো- শ্রমিকের এক জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ, স্থায়ী পুনর্বাসন, বিনামুল্যে আজীবন চিকিৎসা ও রানা প্লাজার মালিকের দ্রুত বিচার।
এছাড়া আহত শ্রমিকরা তাদের জীবন-জীবিকার অসহায়ত্ব তুলে ধরে, সুচিকিৎসার ও ক্ষতিপুরণের দাবী করেন।
এদিকে রানা প্লাজা দুর্ঘটনার দশ বছর পূর্ণ হলেও এখনও ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক নেতারা। তারা এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে দ্রুত দোষীদের শাস্তি দাবি করেন। এছাড়া এই দিবসটিকে পোশাক শিল্পে শোক দিবস ঘোষণার দাবী জানান।
এসময় রানা প্লাজা ভবন ধসের সামনে অতিরিক্তি পুলিশ মোতায়েতন করা হয়েছে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।