রাজারহাটে প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরণ
এস এ বাবলু:
কুড়িগ্রামের রাজারহাট ব্যবসায়ী উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে প্রতিবন্ধির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার(১৫ জুলাই) বিকেলে সমবায় চত্বরে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগী সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মৃনাল কান্তি বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা সমবায় অফিসার মোঃ আতিকুর রহমান. উপজেলা সমবায় অফিসার মোঃ শাহ্ আলম।
সমিতি ও প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, রংপুর বিভাগী সমবায় কার্যালয়ের প্রধান সহকারি গোপাল চন্দ্র দাস, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ মুরাদ হোসেন, রাজারহাট সমবায় দপ্তরের সহকারি পরিদর্শক আরিফুল ইসলাম ও মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রামের আজিজুল ইসলাম এর পুত্র শারীরিক প্রতিবন্ধি পারভেজ বাবুকে হুইল চেয়ার বিতরণ করা হয়।