বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৬ পূর্বাহ্ন
রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):
শেরপুরের শ্রীবরদীতে রাস্তা কেটে অবরোধ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬এপ্রিল) দুপুরে মাটিয়াকুড়া গ্রামবাসীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে থানা গেইটের সামনে সড়কে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, প্রভাষক ফারুক মিয়া, মাটিয়াকুড়া মসজিদের ইমাম মাওলানা মো, ফেরদৌস মিয়া ও ইউপি সদস্য সাজু মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, মাটিয়াকুড়া গ্রামের খলশেকুড়ি বিলে যাতায়াতের পুরোনো রাস্তা কেটে অবরোদ্ধ করেছে স্থানীয় ছাত্তার মিয়ার ছেলে হাসিম মিয়া। এতে শতশত লোকের চলাচল বন্ধ হয়েছে। বর্তমানে খলসেকুড়ি বিল থেকে বোরো ফসল বাড়ি নিয়ে আসার আর কোনো বিকল্প রাস্তা নেই। এতে চরম ভোগান্তির শিকার গ্রামের শতশত লোক। প্রশাসনের কাছে দ্রুত রাস্তার দাবি জানান বক্তারা।