রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন

ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস ডেমোক্রেট প্রার্থী হচ্ছেন?  

রিপোর্টারের নাম / ৬৪ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

।। শিতাংশু গুহ, নিউইয়র্ক।।

প্রেসিডেন্ট জো বাইডেন পুনর্নির্বাচনী রেস্ থেকে সরে দাঁড়ানোর সাথে সাথে ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস সামনে এসে পড়েছেন। তিনি যথেষ্ট তৎপরতার সাথে মনোনয়ন প্রায় নিশ্চিত করে ফেলেছেন। প্রেসিডেন্ট বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, সাবেক স্পীকার ন্যান্সী পেলোসি, সিনেট নেতা চাক স্যুমার, হাউস মাইনরিটি নেতা হেকিম জেফরি ইতিমধ্যে তাদের সমর্থন জানিয়েছেন। প্রায় ৮০জন কংগ্রেসম্যান, ডেলিগেট, গভর্নর অগ্রণী ভূমিকা রাখছেন। কমলা হ্যারিস ঘোষণা করেছেন যে, তিনি যথেষ্ট ডেলিগেটের সমর্থন পেয়েছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা চুপচাপ আছেন। কমলা হ্যারিস-র বিপক্ষের লোকজন বলছেন, ডেলিগেটরা নির্ধারণ করবেন কে হবেন দলের প্রার্থী। এখন পর্যন্ত কোন গুরুত্বপূর্ণ নেতা কমলার বিরুদ্ধে প্রার্থিতা ঘোষণা করেননি। কমলা হ্যারিস দ্রুত দলের নেতাদের সমর্থন আদায়ে সচেষ্ট যাতে তাঁর কোন প্রতিদ্ধন্ধী না থাকে।

কমলা হ্যারিস হয়তো বাইডেনের জেতা ডেলিগেট আপনাআপনি পেয়ে যাবেন না, তা অর্জন করতে হবে, কিন্তু তার ক্যাম্পেইন ইতিমধ্যে বাইডেনের ৯৬ মিলিয়ন ডলারের তহবিল পাওয়ার জন্যে কাগজপত্র জমা দিয়েছেন। বাইডেনের ক্যাম্পেইন ম্যানেজার সবাইকে বলেছেন তাদের চাকুরী আছে, অর্থাৎ বাইডেন ক্যাম্পেইন এখন কমলা হ্যারিস ক্যাম্পেইনে রূপ নেবে? ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, কমলা কাকে ভাইস-প্রেসিডেন্ট হিসাবে নেবেন? জল্পনায় যাদের নাম আসছে তাদের মধ্যে পেনসিলভানিয়ার গভর্নর হোজে সাপিরো, নর্থ ক্যারোলিনার গভর্নর রয় কুপার, কেন্টাকি গভর্নর এন্ডি বেসিয়ার, ইলিনোয়েস গভর্নর জেবি প্রিৎজকের, মিনেসোটা গভর্নর টিম ওয়ালজ, মিশিগান গভর্নর গ্রেটচেন হুইটমার ও আরিজোনার সিনেটর মার্ক কেলী প্রমুখ।

ট্রাম্প ক্যাম্পেইন কমলা হ্যারিসকে আক্রমণের জন্যে তৈরী হচ্ছে, তাঁরা বর্ডার ক্রাইসিসের জন্যে কমলাকে দায়ী করছেন। তার অতীত খুঁজে দেখা হচ্ছে, ক্যালিফোর্নিয়ায় প্রসিকিউটর থাকা অবস্থায় তার রেকর্ড দেখা হচ্ছে। ওয়াশিংটন পোষ্ট জানায়, গেলিগেটদের একটি বৃহৎ অংশ ইতিমধ্যে হ্যারিসের প্রতি সমর্থন জানিয়েছেন। ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস এই স্বল্প সময়ের মধ্যে ১০০মিলিয়ন ডলার উঠিয়েছেন। ট্রাম্প বলেছেন, ডেমক্রেটরা বাইডেনের রেস্ চুরি করেছেন, যা গণতন্ত্রের জন্যে হুমকীস্বরূপ।  তিনি বলেন, কমলা হ্যারিসকে হারানো সহজ হবে। দি হিল জানায়, ট্রাম্প ৬পয়েন্টে কমলা হ্যারিস থেকে এগিয়ে আছেন। নির্দলীয় প্রার্থী আরএফ কেনেডি জুনিয়র ট্রাম্প প্রশাসনে স্বাস্থ্য ও মেডিকেল ইস্যু পোর্টফোলিও’র বিনিময়ে ট্রাম্পকে সমর্থনের প্রস্তাব দিয়েছেন, ট্রাম্প ক্যাম্পেইন তা বাতিল করে দিয়েছেন।

সিক্রেট সার্ভিস ট্রাম্প ক্যাম্পেইনকে খোলা জায়গায় সমাবেশ না করার পরামর্শ দিয়েছে। সিক্রেট সার্ভিস ডিরেক্টর কিম্বারলি শাটলে ট্রাম্প হত্যা প্রচেষ্টার দায় নিয়ে পদত্যাগ করেছেন। ট্রাম্প বলেছেন, আমার নিরাপত্তার ব্যাপারে বাইডেন ও কমলা হ্যারিস উদাসীন ছিলেন। নিউজার্সির ডেমোক্রেট সিনেটর বব মেনেন্ডেজ ফৌজদারি মামলায় অপরাধী সাব্যস্ত হওয়ায় পদত্যাগ করেছেন, তার পদত্যাগ কার্যকর হবে ২০শে আগষ্ট। ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিত্তানেষু ওয়াশিংটন এসেছেন, তিনি বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। তিনি বাইডেন, ট্রাম্প’র সাথে দেখা করবেন, কমলা হ্যারিসের সাথেও তিনি দেখা করবেন তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি। বাইডেন বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সিনেটর মানচিন প্রতিদ্ধন্ধিতায় নামছেন না? নিরপেক্ষ প্যানেল ট্রাম্প হত্যা প্রচেষ্টার তদন্ত করছে। হ্যারিস বাইডেনের রেকর্ডের প্রশংসা করেন। সোমবার তিনি তার প্রচারণার সদর দফতর ডেলোয়ারে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর