বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

নারী এশিয়া কাপ: সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

রিপোর্টারের নাম / ৭৯ টাইম ভিউ
Update : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে ভারতকে হারিয়ে ফাইনালে পা রেখে টুর্নামেন্টের দ্বিতীয় শিরোপার স্বপ্ন দেখছে ২০১৮ এর শিরোপাজয়ীরা। অন্যদিকে টুর্নামেন্টে ভারতের একমাত্র লক্ষ্য শিরোপা জয়। শুক্রবার (২৬ জুলাই) রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও থাইল্যান্ড ও মালয়েশিয়াকে হারিয়ে সেরা চারে জায়গা করে নেয় টাইগ্রেসরা। লক্ষ্য এবার ভারতকে হারিয়ে ফাইনালের টিকেট কাটা।-খবর তোলপাড় ।

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড হতাশাজনক। এ পর্যন্ত মাত্র তিনটি জয়ের বিপরীতে ১৯টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। এরপরও গত দুই বছরের পারফরমেন্সের কারণে ভারতকে হারানোর আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে।

বড় চ্যালেঞ্জ হলেও জ্যোতিদের অনুপ্রেরণা দিতে পারে ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয়ের সুখকর স্মৃতি। এতে সুযোগ আসবে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে খেলার।

এবারের ভারত দল অবশ্য পূর্বের চেয়ে শক্তিশালী। তাদের হারাতে ব্যাটিংয়ে মুর্শিদা খাতুন ও অধিনায়ক জ্যোতি এবং বোলিংয়ে নাহিদা আক্তার ও রাবেয়া খাতুনদের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর