সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

শেখ হাসিনাকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন করায় ক্ষমা চাইল ভারতীয় সংবাদমাধ্যম

রিপোর্টারের নাম / ১০০ টাইম ভিউ
Update : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

বাংলাদেশে সহিংস সংঘর্ষের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানযোগে সরিয়ে নেয়ার মিথ্যা দাবি করা ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই ক্ষমা চেয়েছে।

আন্দোলনের মধ্যে গত রোববার (২১ জুলাই) ইন্ডিয়া টুডে এনই তাদের ওয়েবসাইটে একটি সংবাদ প্রকাশ করে। যার শিরোনাম ছিল ‘ইন্ডিয়ান স্টুডেন্টস ফ্লি ঢাকা অ্যামিড ভায়োলেন্ট ক্ল্যাশেস, পিএম শেখ হাসিনা এয়ারলিফটেড’।-খবর তোলপাড় ।

ভারতে বাংলাদেশ হাইকমিশন ২১ জুলাই ইন্ডিয়া টুডে এনই-এ প্রকাশিত একটি প্রতিবেদনের যথার্থতাকে নাকচ করে, যার শিরোনাম ছিল ‘সহিংস সংঘর্ষের কারণে ভারতীয় শিক্ষার্থীরা ঢাকা ছাড়ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানে করে সরিয়ে নেয়া হয়েছে।’

এরপরে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন সেই প্রতিবেদনটির প্রতিবাদ করার পরে ভারতীয় সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘ইন্ডিয়া টুডে এনই এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং এটি আমাদের প্রতিবেশী দেশে কোনো ধরনের বিভ্রান্তি বা উত্তেজনা সৃষ্টি করে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করছে। সেখানে আরও বলা হয়েছে, ‘একটি মর্যাদাপূর্ণ সংবাদ প্রকাশনা হিসেবে আমরা তথ্যনির্ভর ও নৈতিক উভয় সাংবাদিকতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’

হাইকমিশন বলেছে, যেকোনো দেশের এমন সংকটময় মুহূর্তে গুজবের ওপর ভিত্তি করে এ ধরনের ভুল তথ্য ও প্রতিবেদন জনগণকে বিভ্রান্ত করতে পারে, এমনকি সংকটে ইন্ধন জোগাতে এবং পরিস্থিতিকে আরও বিশৃঙ্খল করে তুলতে পারে। এছাড়া সংবেদনশীলতা অনুধাবন না করে, এই ধরনের প্রতিবেদন শুধু জনগণ ও সমাজকে ব্যাপক নেতিবাচকভাবে প্রভাবিতই করে না, বরং যেকোনো সংবাদ আউটলেটের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর