বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ অপরাহ্ন
তপ্ত দীর্ঘ দুপুর,
কর্ম ব্যস্ত কৃষাণের দল;
সাড়া শব্দহীন পথ-ঘাট;
বৃক্ষ ছায়া শীতলতার আকাল।
ধরণীর বুকে লুটয়,
রসহীন নির্জীব পত্রদল;
তৃষ্ণার্ত কাক আধমরা;
পাখ মেলে অগভীর জলতল।
কালো মেঘের ঘনঘটা,
বেদনা বিধুর শঙ্কিত বিকেল;
মহা প্রলয়ের বার্তা; ভয়াল
কালবৈশাখির সোরগোল।