বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
কামরুল হাসান লিটন, ছাগলনাইয়া(ফেনী):
ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রামে ছাগলনাইয়া শ্রীনগর সীমান্ত হাট করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর পুনরায় ৯ মে চালু হচ্ছে। বুধবার সকালে বর্ডারহাট সম্মেলন কক্ষে বাংলাদেশ ও ভারতের যৌথ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে সীমান্তহাট চালুর এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা হলেন,ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) অভিষেক দাশ, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম,জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নাসরিন সুলতানা কান্তা,ছাগলনাইয়া থানা ইনচার্জ সুদ্বীপ রায়,রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, বিজিবির মধুগ্রাম কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ওমর ফারুক।
ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক (ডিএম) অসীম সাহার নেতৃত্বে সে দেশের প্রতিনিধিরা।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ জানান,আগামী ৯ মে থেকে পূর্বের নিয়ম কানুন অনুযায়ী প্রত্যেক সাপ্তাহের মঙ্গলবার ১দিন বর্ডার হাট খোলা থাকবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বর্ডার হাটের কার্যক্রম চলবে। নিরাপত্তা নিশ্চিত, চোরাচালান প্রতিরোধ এবং আগত ক্রেতা বিক্রেতাদের হয়রানি বন্ধে কঠোর নজরদারি অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।