বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন
– জাবেদুল ইসলাম
তুমি কখনো পারিয়াছ কি,
ভুঁইখানিতে মারিতে কোদাল।
পারিয়াছ কি কোনো শক্ত কাজে,
গাঁইতি হাতুড়ি আর শাবল।
পারিয়াছ কি কোনো ভুইখানিতে
করিতে চারা রোপন।
করিতে পারিয়াছ কি তুমি,
বীজ চারা বপন।
কাটিতে পার নাই তো তুমি
কোনো গাছের একটি ডাল।
সব কাজেতে চাষাদের হাত,
তোমার শ্রম হয় বাদ।
চাষারা জমি হাল চাষ করে,
জমি দেয় উর্বর করে।
সারা দিনমান চাষারা থাকে,
মাঠে, রোদ বৃষ্টির পরে।
চাষারা না থাকিত তবেই,
অন্ন যোগাতো কে?
ক্ষুধায় কাতর হয়ে হা- হাকার,
বাড়িতো জ্বালা যন্ত্রণা যে।
চাষারা মোদের জাতির গর্ব,
চাষারা অহংকার।
সবার উপর চাষারা সত্য,
গাহি চাষাদের জয়গান।
-তরুন কবি ।
তাং: ০৫|০৩|২০২৩ ইং।