সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১০ অপরাহ্ন
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে রবিবার(৩০এপ্রিল) এসএসসির পরীক্ষায় প্রথমদিনে প্রক্সি দিতে গিয়ে এক পরিক্ষার্থীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। আটক বদলি পরিক্ষার্থী উপজেলার সদর ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রবিবার (৩০এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সিঙ্গেরডাবরীহাট স্কুল এন্ড কলেজের পরীক্ষাকেন্দ্রে হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মোঃ ইসরাফিল হোসেনের পরিবর্তে সুমন রহমান নামে এক বদলি পরীক্ষার্থী অংশগ্রহন করে। পরিক্ষার্থীকে সন্দেহ হলে কর্তৃপক্ষকে অবহিত করেন কক্ষ পরিদর্শক। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ওই পরীক্ষা কেন্দ্র হতে বদলি পরীক্ষার্থী সুমন রহমান(২২)কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পরে রাজারহাট থানা পুলিশ আটক প্রক্সি পরিক্ষার্থীকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরন করেন। রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লহিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বদলির পরীক্ষার্থীর নিয়মিত আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।