টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা ও সঙ্গীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
৩০ জুলাই মঙ্গলবার সাংবাদিক রুম্মান রশীদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।-বিনোদন তোলপাড়।
জানা যায়, দীর্ঘদিন ধরেই ক্যানসারের বিরুদ্ধে লড়াই করেন জুয়েল। তবে গেল দুই মাস ধরে শরীরের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছিল। এক পর্যায়ে তা জটিল হলে জরুরিভিত্তিতে জুয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, ব্যান্ড সঙ্গীত যখন বেশ আলোচনায় তখন নতুন জোয়ারে হাজির হন গায়ক জুয়েল। বাবা ব্যাংকার হওয়ার কারণে ছোটবেলায় দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে হয়েছে তাকে। তবে মা-বাবার অনুপ্রেরণাতেই সংগীতে অভিষেক তার। প্রথম শ্রেণিতে পড়ার সময় প্রতিবেশী একজনের কাছ থেকে সংগীতে হাতেখড়ি। আর মঞ্চে প্রথম গান করেন চতুর্থ শ্রেণির ছাত্র থাকা অবস্থায়।
১৯৮৬ সালে ঢাকায় আসেন তিনি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে জড়ান। সেই সময় বিভিন্ন মিডিয়ার সঙ্গে পরিচিতি হতে থাকে। ১৯৯২ সালে প্রথম অ্যালবাম প্রকাশ হয়। দশটির মতো অ্যালবাম প্রকাশ করেছেন। তবে এর মধ্যে ‘এক বিকেলে’ অ্যালবামটি বেশি পরিচিতি লাভ করে। অ্যালবামটি জনপ্রিয়তা পাওয়ার পর গায়কের নামই হয়ে যায় ‘এক বিকেলের জুয়েল’।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফার্মগেট ঢাকা-১২১৫ ।
মোবাইল : ০১৭৭৩৩৭৪৩৬২ । ইমেইল : dailytolpernews@gmail.com
বিজ্ঞাপন: prohaladsaikot@gmail.com