রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):
"ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ" এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার ৩১ জুলাই সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে হল রুম সোমেশ্বরীতে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসার সাইফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল। অন্যানের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, তাতীহাটি ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুর রউফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য চাষি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে তিন জন সফল মৎস্য চাষির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফার্মগেট ঢাকা-১২১৫ ।
মোবাইল : ০১৭৭৩৩৭৪৩৬২ । ইমেইল : dailytolpernews@gmail.com
বিজ্ঞাপন: prohaladsaikot@gmail.com