মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:১৫ অপরাহ্ন
সংবাদদাতা, রাজারহাট(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৩টি স্থানে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে কয়েকটি অবৈধ বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন এবং বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় এক হাজার মিটার দৈঘ্যের পাইপ ধ্বংশ করেছে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট নূরে তাসনিম। এ ব্যাপারে রাজারহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের হরিশ্বর তালুক বালিকা বিদ্যালয় ও হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ের পিছনে এবং ছিনাই ইউনিয়নের একতা বাজার ব্রিজ সংলগ্ন স্থানে বেশ কিছুদিন ধরে বালু খেকোরা অবৈধভাবে বালু উত্তোলনকারী ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম রাজারহাট থানা পুলিশের সহযোগীতায় পৃথক পৃথক স্থানগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও সরঞ্জামাদি জব্দ করে ধ্বংস করে দিয়েছে। এসময় বালু খেকোরা পলাতক থাকে। পরে তাদের বিরুদ্ধে রাজারহাট থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।