রবিবার, ১৫ জুন ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

রবিবারের পরীক্ষাও স্থগিত, ১১ আগস্ট নতুন সূচিতে শুরু এইচএসসি

রিপোর্টারের নাম / ১০১ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এখন পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের ৮টি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সর্বশেষ ৪ আগস্টে এর পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এসব পরীক্ষা নেওয়া হবে।

বৃহস্পতিবার ১ আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।-খবর তোলপাড়।

তিনি বলেন, আপাতত ১১ আগস্ট থেকে ঘোষিত রুটিনের পরীক্ষা নেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে দ্রুত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ পর্যন্ত তিন দফায় ৮ দিনের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ডগুলো। সর্বশেষ দেওয়া বিজ্ঞপ্তিতে আগামী ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ফলে উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। এর আগপর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগে চলমান পরিস্থিতিতে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরো খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়।

তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত যত পরীক্ষা ছিল, তা স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর