শিরোনাম
আমাদের দেশ
বিধান চন্দ্র দেবনাথ
আমাদের দেশে আছে
নদী নালা খাল,
জেলে ভাই মাছ ধরে
ফেলে দিয়ে জাল।
আমাদের দেশে আছে
মাঠ ভরা ধান,
কৃষকের মুখে আছে
গ্রাম বাংলার গান।
আমাদের দেশে আছে
নানা রকম পাখি,
ভোর হলে জেঁগে উঠে
কিচির মিচির ডাকি।
আমাদের দেশটা
সবুজ শ্যামল,
বিশ্ব মানচিত্রে সেই দেশ
করছে জ্বলমল।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর