সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৯ অপরাহ্ন
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে বুধবার(৩মে) দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি পুরো বাড়ি ভস্মিভূত হয়েছে। এতে নগদ ৮হাজার টাকাসহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধিত হয়েছে।
ক্ষতিগ্রস্থ পরিবারটি জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমলওঝাঁ গ্রামের মৃত মেছের আলীর ছেলে আজবাহার আলী(৪০) বাড়িতে বুধবার(৩মে) দুপুর ২টায় শয়ন ঘরের ফ্রিজ বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষণিকের মধ্যে আগুনের লেলিহান শিখায় পুরো বাড়ি প্রজ্বলিত হয়ে উঠে। বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে বিফল হয়। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন বাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। এরমধ্যে বাড়ির টিন শেট ৬টি ঘর, নগদ ৮হাজার টাকা, ৩মণ চাল, ৫মন ধান, ঘরের রক্ষিত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আঃ ছালাম নিশ্চিত করেছেন।