শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন

উত্তরবঙ্গের মাদরাসা পরিদর্শনে বেফাক সভাপতি

রিপোর্টারের নাম / ৯৭ টাইম ভিউ
Update : শনিবার, ১১ মে, ২০২৪

দুই দিনের সফরে উত্তরবঙ্গে পৌঁছেছেন আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান, বেফাকের সভাপতি, শায়খ আল্লামা মাহমুদুল হাসান।

শনি ও রবিববার (১১ ও ১২ মে) তিনি সৈয়দপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এবং রংপুরের বিভিন্ন মাদরাসায় ইফতেহাহি দরস, দরসে বুখারী, মজলিসে দাওয়াতুল হকের উদ্যোগে বিভিন্ন মারকাযে ইসলাহি বয়ান করবেন। –খবর তোলপাড় ।

তালিম তারবিয়াতের মান উন্নয়ন বিষয়ে পঞ্চগড় জেলার বেফাক শাখার উদ্যোগে যতনপুকুরী জামিয়া কারীমিয়া কেরাতুল কুরআন মাদরাসা ধাক্কামারায় আলোচনা সভায় যোগ দেবেন তিনি।

এছাড়াও এই সফরে তিনি জামিয়া টেক্সাইল সৈয়দপুর, পঞ্চগড়ের দারুল উলুম মদীনাতুল ইসলাম মাদরাসা, মহিউস সুন্নাহ জামিয়াতুল ফুলাফাইর রাশিদীন, জামিয়া ইবরাহিমিয়া গোয়ালপাড়া, জামিয়া ইয়াহইয়াউল উলুম বালিয়াডাঙ্গী, জামিয়া তাজুল উলুম বীরগঞ্জ, সাতগড়া মাদরাসা রংপুর, শ্যামপুর দারুল হুদা কওমি মাদরাসা, সনোতষপুর বদরগঞ্জ মাদরাসা, জামিয়া আরাবিয়া সৈয়দপুরে বয়ান করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর