মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

ফুলবাড়ীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত চালকের মৃত্যু

রিপোর্টারের নাম / ১১৪ টাইম ভিউ
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

এমদাদুল হক মিলন, ফুলবাড়ী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সিএনজি- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত সামিউ ইসলাম (৪২) নামের মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিউল ইসলামের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই রিপন ইসলাম। নিহত সামিউল ইসলামের বাড়ী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে ।

জানা গেছে, গত ৩০ জুলাই মঙ্গলবার সকালে ফুলবাড়ীর সিএনজি স্ট্রান্ট থেকে সিএনজি যোগে চার-পাঁচজন যাত্রী লালমনিরহাটের দিকে যাচ্ছিল, এ সময় উপজেলার আছিয়ার বাজার এলাকায় ফুলবাড়ী টু লালমনিরহাট সড়কে সিএনজির সাথে বিপরীত দিক আসা মোটরসাইকেল চালকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক সামিউল, সিএনজির যাত্রী জুলহাস, আবেদ আলী, শাহজাহান আলী গুরুতর আহত হন। পরে দ্রুত স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয় । সিএনজির যাত্রী জুলহাস ও মোটরসাইকেলের চালক সামিউল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় এই দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ফুলবাড়ী হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

ওই দিন ৩০ জুলাই বিকাল তিনটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলহাসের মৃত্যু হয়। নিহত জুলহাস (৭০) উপজেলার চন্দ্রখানার এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর মোটরসাইকেলের চালক সামিউল ইসলামের অবস্থা বেগতিক দেখে ঐ দিনেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।

এদিকে এখনো ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারা হলেন উপজেলার ভাঙ্গামোড় এলাকার শাহজাহান আলী (৮০) ও একই উপজেলার পানিমাছকুটি গ্রামের আবেদ আলী (৫০)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর