শিক্ষার্থীদের তোপের মুখে পালালো ‘রাফসান দ্য ছোটভাই’
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে টিএসসি থেকে পালিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ‘রাফসান দ্য ছোটভাই’।
শনিবার ৩ আগস্ট বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) থেকে তাকে পালিয়ে যেতে দেখা যায়।-খবর তোলপাড়।
সরেজমিন দেখা গেছে, রাফসান দ্য ছোটভাই তার নিজ গাড়িতে করে এলে বিক্ষোভকারী ছাত্ররা তাকে ঘিরে ধরে ভুয়া-ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে বাধ্য হয়ে দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি। এ সময় আন্দোলনকারীরা তার গাড়িতে হামলা করতে গেলেও কয়েকজন শিক্ষার্থীর সহায়তায় তিনি স্থান ত্যাগ করেন।
আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, সে এতদিন পর অ্যাটেনশন নিতে এসেছে। আমরা তার কাছে কৈফিয়ত চেয়েছি এতদিন পর কি করতে এসেছেন?
শিক্ষার্থীরা ভুয়া ভুয়া দুয়োধ্বনি দেওয়ার আগে রাফসান শিক্ষার্থীদের বলেন, ‘আপনাদের প্রোগ্রামে সংহতি জানাতে এসেছি।’ তবে শিক্ষার্থীরা তার কথায় কর্ণপাত করেনি।
প্রসঙ্গত, গত বছরের ৭ ডিসেম্বর ব্লু নামে ইলেক্ট্রোলাইট ড্রিংক ব্লু বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার রাফসান। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে দেশের বিভিন্ন পয়েন্টে বাজারজাত শুরু করেন তিনি। তবে মা-বাবাকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়ে আলোচনায় আসেন আধেয় (কন্টেন্ট) নির্মাতা ইফতেখার রাফসান। এরপর তার ‘ব্লু ড্রিংকস’ এর অননুমোদিত একটি কারখানায় গত ২৪ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করে। এ নিয়ে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।