রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৫ পূর্বাহ্ন
আরলিং হল্যান্ড রেকর্ড বুককে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন। নরওয়েজিয়ান এই স্ট্রাইকার মাঠে নামলেই নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য মাত্রায়। ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড গোল করাকে যেন রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন। তার রেকর্ড গড়া ম্যাচে প্রিমিয়ার লিগে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে পেপ গার্দিওলার দল।-খবর তোলপাড় ।
বুধবার (৩ মে) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্টহ্যাম ইউনাটেডের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় পায় ম্যানসিটি। এই জয়ের ম্যাচে ম্যানসিটিকে প্রথম লিড এনে দেন নাথান আকে। এরপর ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। আর নির্ধারিত সময়ের শেষ দিকে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ফিল ফোডেন।
ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যানসিটি। সুযোগ পেয়েও গোল আদায় করতে ব্যর্থ হয়ে গোলশূন্যতেই বিরতিতে যায় দুই দল। প্রথমার্ধে সিটিকে আটকে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে আর থামানো যায়নি। বিরতির পর মাঠে নেমে পঞ্চম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিকরা। রিয়াদ মাহরেজের ফ্রি-কিকে দূরের পোস্টে ফাঁকায় বল পেয়ে যান নাথান আকে। সেখান থেকে হেডে গোল করে দলকে এগিয়ে নেন ডাচ এই ডিফেন্ডার।
ম্যাচের ৭০ মিনিটে রেকর্ড গড়া গোলের দেখা পেয়ে যান হলান্ড। সতীর্থ জ্যাক গ্রিলিশের থ্রু বল ধরে বক্সে ঢুকে ১৬ গজ দূর থেকে লম্বা শটে ওয়েস্টহাম গোলরক্ষককে পরাস্ত করেন ২২ বছর বয়সী স্ট্রাইকার। যার মাধ্যমে এবারের লিগে ৩৫তম গোলের দেখা পেয়ে যান তিনি।
হলান্ডের আগে প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল ৩৪টি। ৪২ ম্যাচের আসরে এই রেকর্ড গড়েছিলেন অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়েরার। তবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে অভিষেক মৌসুমেই মর্যাদার এই রেকর্ড নিজের করে নিলেন হলান্ড।
ম্যাচের ৮৫ মিনিটে ব্যবধান আরও বাড়লে জয় নিশ্চিত হয়ে যায় সিটির। কর্নারে উড়ে আসা বল চলে যায় বক্সের বাইরে থাকা ফোডেনের কাছে। তার বুলেট গতির শটে বল প্রতিপক্ষের এমেরসনের পায়ে লেগে দিক পাল্টে চলে যায় জালে। এই জয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে উঠল ম্যানসিটি।
লিগে ৩৩ ম্যাচে ২৫ জয় ও ৪ ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল ৭৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে দুই নম্বরে। ৩৩ ম্যাচে ১৮ জয় ও ৪ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে তিনে নিউক্যাসেল ইউনাইটেড। আর একম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে ম্যানইউ আছে চতুর্থ স্থানে।