বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৮ অপরাহ্ন
কথা বলা এমন একটা শিল্প যার মাধ্যমে মানুষকে অল্প সময়ে নিজের আয়ত্বে আনা সম্ভব। তাই এই কৌশল সবার জেনে রাখা উচিত। আজ আপনাদের এমন কিছু কৌশলের কথা জানাবো, যেগুলো আপনাদের প্রিয়তমার মন জয় করতে অনেক উপকারে আসবে। সম্পর্ক বিষয়ক ওয়েবসাইট লাভ লানিংস থেকে নারীর মন জয় করার এ কৌশলগুলো সংগ্রহ করা হয়েছে।-খবর তোলপাড় ।
১. ধীরে কথা বলুন
নারীদের সাথে অবশ্য ধীরে কথা বলতে হবে। সেইসাথে নিজেকে আত্মবিশ্বাসী ও শান্ত হিসেবে উপস্থাপন করুন। বিশেষজ্ঞদের মতে, এটি নারীদের মন জয় করার একটি চমৎকার কৌশল।
২. চোখে চোখ রাখুন
নারীদের সাথে কথা বলার সময় চোখে চোখ রাখুন। এতে এক ধরনের টান তৈরি হবে নিজেদের ভেতর।
৩. পেছনে ফিরুন
কারো সঙ্গে বসে কথা বলতে থাকলে একটু পেছনে ফিরুন। অর্থাৎ নারীটি যখন কথা বলছে তার কথার রেশ ধরেই আপনার কথা চালিয়ে যান। এতে আপনাকে আত্মবিশ্বাসী মনে হবে।
৪. হালকাভাবে হাত নাড়ুন
মনে রাখবেন, ৯৩ ভাগ কথাই কিন্তু হচ্ছে নন ভারবাল বা অ-মৌখিকভাবে। তাই হাত দিয়েও কথা বলুন। হালকা হাত নাড়ানো কিন্তু অনেক পার্থক্য তৈরি করে যোগাযোগের ক্ষেত্রে।