বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিনজন নিহত হয়েছে। সদর উপজেলার দেবিনগর, চরবাগডাঙ্গা ও শাহজাহানপুর ইউনিয়নে বৃহস্পতিবার (৪ মে) বিকেলে বৃষ্টির সময় হওয়া বজ্রপাতে এই তিনজন নিহত হয়। তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী ও সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) সাজ্জাদ হোসেন।
নিহতরা হল- সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের হড়মা গ্রামের মোজাম্মেল হকের ছেলে ইসারুল (৪২), শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর ট্যাংড়াপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর (৩৫) ও চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)
স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি শুরু হলে ধান কাটা ফেলে মাঠ থেকে বাসায় ফেরার পথে বজ্রপাতে নিহত হয় চরবাগডাঙ্গা ইউনিয়নের রফিকুল ইসলাম।
অন্যদিকে, পদ্মা নদীতে মাছ ধরার সময় বৃষ্টি শুরু হলে বাসায় ফেরার পথে বজ্রপাত হলে নিহত হয়েছেন দেবিনগর ইউনিয়নের হড়মা এলাকার ইসারুল। তার চাচাতো ভাই শহিদুল ইসলাম বলেন, বজ্রপাতের সময় ইসারুল নৌকাতেই অবস্থান করছিল। নৌকায় ইসারুলের ছেলে ভাই ও ভাতিজা থাকলেও তার উপরেই বজ্রপাত হয়েছে এবং ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেছে।
শাহাজাহানপুর ইউনিয়নের নিহত জাহাঙ্গীরের প্রতিবেশী আব্দুল মজিদ জানান, জাহাঙ্গীরের বাড়ি নরেন্দ্রপুর নরেন্দ্রপুর ট্যাংড়াপাড়া হলেও বৃষ্টির কারনে চাঁদতারা মসজিদের পাশের একটি দোকানে আশ্রয় নেয়। পরে বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি শুরু হওয়ার কিছু সময় পর সদর উপজেলার তিন ইউনিয়নের কাছাকাছি একই সময়ে বজ্রপাতের ঘটনায় তিনজন নিহত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, একই দিনে তিনটি নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।