মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন

নারী বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না, আশাবাদ আসিফের

রিপোর্টারের নাম / ৪৮ টাইম ভিউ
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের আয়োজক বাংলাদেশ, এটাই পূর্ব নির্ধারিত ছিল। বাংলাদেশ নারী দলও ঘরের মাঠের বাড়তি সমর্থন পেতে ও ভালো পারফরম্যান্স করার লক্ষ্যে অটুট ছিল। তবে বিগত প্রায় একমাস ধরে দেশে ঘটে যাওয়া ঘটনায় বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে আয়োজন করা হবে কিনা সে বিষয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

বাংলাদেশকে বাদ দিয়ে এখন বিকল্প ভেন্যু খোঁজার চিন্তাভাবনায় আছে আইসিসি। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ভারত এবং শ্রীলঙ্কার কথাও ভেবেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।-খবর তোলপাড়।

‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ’ নিয়ে আশার বাণী শুনিয়েছেন অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানিয়েছেন, ‘বাংলাদেশেই হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর।’

সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়টি আমার চোখে পড়েছে। আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি, এটা বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এ রকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে। আমাদের সৌভাগ্য, ইউনূস স্যার আছেন সঙ্গে।’

তিনি বলেন, ‘আমি সচিবদের সঙ্গে বসব। মন্ত্রণালয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস স্যার আমাদের নেতৃত্বে আছেন, যিনি নিজেও ক্রীড়াপ্রেমী। তিনি কদিন আগে অলিম্পিকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তার সঙ্গে কথা বলে আশা করি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশেই ঠিকঠাক আয়োজন করতে পারব। এটা আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করব।’

উল্লেখ্য, গত মে মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে আয়োজক স্বাগতিক বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপ। তাদের সঙ্গে সেমিফাইনালে যেতে লড়াই করবে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাই পর্ব পেরিয়ে আসা স্কটল্যান্ড।

‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। কদিন আগে এশিয়া কাপ জেতা লঙ্কানরা বাছাই পর্ব পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে।

১০ দলের টুর্নামেন্ট শুরু হবে ৩ অক্টোবর এবং ফাইনাল ২৩ অক্টোবর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পুরো বিশ্বকাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর