রাজারহাটে ৮দফা দাবীতে হিন্দুদের বিক্ষোভ সমাবেশ

প্রহলাদ মন্ডল সৈকত:
দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর, দোকানপাট, মন্দিরে হামলা-ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৮দফা দাবীতে কুড়িগ্রামের রাজারহাটে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সচেতন হিন্দু সমাজের ব্যানারে সোমবার(১২আগষ্ট) সকাল ১০টায় ট্রাফিক মোড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক মোড়ে এসে মিলিত হয়ে এক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি সূর্য্যকমল মিশ্র, রতীন্দ্রনাথ রায়, সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি রতন রায় অর্ঘ্য, কুড়িগ্রাম জেলার সহসভাপতি সবুজ কার্জ্জী, সীমান্ত রায়, জর্নাদন সরকার শুভ ও গৌরাঙ্গ চন্দ্র রায় প্রমূখ।
এসময় বক্তারা সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্থদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন। হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দ্র ফাউন্ডেশনে উন্নীত করার পাশাপাশি বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা। দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ। সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করা। শারদীয় দূর্গাপূজায় ৫ দিন ছুটি দেয়াসহ বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘর ভাঙচুর, শ্বশান-মন্দিরের জায়গা দখল এবং অগ্নিসংযোগ, লুটপাট ও সনাতনী মা-বোন-ভাইদের নির্যাতন, হত্যা ও দেশ ত্যাগের হুমকিসহ নানাবিধ নির্যাতনের প্রতিবাদ জানান। এসব দাবী আদায়ের লক্ষ্যে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবী জানানো হয়েছে।#