মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রিপোর্টারের নাম / ৫৯ টাইম ভিউ
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামের রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টার দিকে রাজিবপুর বাজারের সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

এসময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী রঞ্জু মিয়া, শহিদুল ইসলাম ও আকিব মাহমুদ। তাঁরা বলেন, রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে আওয়ামীলীগের দলীয় কার্যক্রম পরিচালনা করেন প্রধান শিক্ষক আজিম উদ্দিন। তিনি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন। প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে তাঁরা বলেন, আপনি (প্রধান শিক্ষক) স্বেচ্ছায় পদত্যাগ করবেন। ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় স্বৈরাচারী সরকারের পক্ষে যারা কাজ করেছেন তাদেরও পদত্যাগের দাবি জানানো হয়।

আজিম উদ্দিন রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

এই বিষয়ে প্রধান শিক্ষক আজিম উদ্দিন বলেন, আমি বিষয়টি জেনেছি। উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজিবপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তবে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর