সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

ফুলবাড়ী সীমান্তে বিজিবি- বিএসএফ’ র পতাকা বৈঠক অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৮৯ টাইম ভিউ
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

এমদাদুল হক মিলন , ফুলবাড়ী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশ- ভারতের সীমান্তরক্ষী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১১আগষ্ট সকাল সাড়ে ১১টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ কুড়িগ্রামের ফুলাবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং-৯৪৫ এর ৩ এস থেকে আনুমানিক ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম অনন্তপুর নামক স্থানে।

এ সময় পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৯০ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী বিজয় কুমার এবং ১৩৮ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী ললিত কুমার হারমাটি।

পতাকা বৈঠকে উভয় কমান্ডারগণ কুশলাদি বিনিময় শেষে বিএসএফ’র কমান্ডারের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হিন্দু সম্প্রদায়ের লোক যাতে ভুল বোঝাবুঝির মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করতে না পারে এ ব্যাপারে নজরদারি রাখার জন্য জানানো হয়। পরে এই বিষয়ে বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে বিজিবি সর্বক্ষণই নজরদারি অব্যাহত রেখেছে। এছাড়াও সীমান্তে গুলি, হত্যাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উভয়ের মধ্যে আলোচনা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার সম্মতি জ্ঞাপন করা হয়।

দু’রাষ্ট্রের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি রাত সাড়ে ১১ টায় নিশ্চিত করেছেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনে অনন্তপুর বিজিবি ক্যাম্পের সুবেদার শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর