
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে ধানসিদ্ধ করা আগুনের কুন্ডলিতে পড়ে দেড়বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসীরা জানান, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব গ্রামের মাসুদ রানার দেড় বছরের ছেলে আরদিয়ানকে নিয়ে তার মা আঁখি আক্তার বাবার বাড়ি রতিগ্রাম মন্দির গ্রামের আজিজুল হকের বাড়িতে বেড়াতে যায়।
ঘটনার দিন গত ৪মে সন্ধ্যায় আজিজুলের বাড়িতে ধান সিদ্ধ করে আগুন কুন্ডলি না নিভিয়ে রাখে। এসময় খেলতে গিয়ে আরদিয়ান ওই আগুনের কুন্ডলিতে পড়ে যায়। এতে তার শরীরের প্রায় ৪০শতাংশ পুড়ে যায়। তাকে স্থানীয় চিকিৎসা শেষে এলাকার সমাজ সেবক রহিম বাদশার সহযোগীতায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার(১১মে) সকালে শিশুটি মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com