মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৪৫ অপরাহ্ন
জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারায় স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার ও রবিবার ২দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ক্যাম্পে উদ্বোধন করেন, মনি গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন, ভেড়ামারায় স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের সভাপতি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সাজেদুর রহমান সাজু, নাক-কান ও গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ নুর ইসলাম, শিশু রোগে অভিজ্ঞ ডাঃ শহিদুল ইসলাম ও ডাক্তার মমিনুল ইসলাম।
ডাক্তার সাজেদুর রহমান সাজু জানান, এলাকার সকল স্তরের জনগণের স্বাস্থ্য সেবার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারগণের মাধ্যমে প্রায় ৫ শতাধিক রোগিকে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। ডক্টর ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় বিনামূল্যে ইসিজি, ডায়াবেটিস পরীক্ষা ও ব্লাড গ্রুপিং করা হয়। এলাকার অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন আগামীতেও চলমান থাকবে বলে তিনি জানান।