রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদদাতা,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম):
রবিবার(৭মে) দুপুরে ভূরুঙ্গামারী মহিলা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার পথে পুরাতন থানা পাড়া মোড়ের সামনে শাহরিয়ার হোসাইন চমক (২২) নামের এক যুবক চলন্ত রিক্সায় লাফিয়ে উঠে মেয়েটিকে হেনস্তা করার চেষ্টা করে। মেয়েটির চিৎকার চেঁচামেচি শুনে গার্লস স্কুল গেটে এসএসসি পরিক্ষার ডিউটিতে থাকা এসআই আব্দুর রহিম ও তার সহযোগিরা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পরে উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদ এর নেতৃবৃন্দ ইউএনও এর কাছে অপরাধীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানালে ভ্রাম্যমান আদালতে তাকে একমাসের কারাদন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা।