ফুলবাড়ীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত
এমদাদুল হক মিলন, ফুলবাড়ী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সারাদেশে গুম,খুন, নির্যাতন, নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ ছাত্রজনতা হত্যার মদদ দাতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ১৫ আগস্ট বিকাল চারটার দিকে এ বিক্ষোভ মিছিল সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুলের নেতৃত্বে ছয়টি ইউনিয়নের নেতাকর্মীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফুলবাড়ী তিনকোনা মোড়ে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে ফুলবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি লোকমান হোসেন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, শিমুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু, যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম বাবুল, সদস্য সচিব মাহফুজুল হক সুমন বক্তব্য রাখেন।