বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪ অপরাহ্ন
এনামুল হক/রফিকুল ইসলাম, রাজারহাট(কুড়িগ্রাম):
সোমবার (৮ মে) ২৫ শে বৈশাখ বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে ১৬২ তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সংগীতানুষ্ঠান “সুরের ভেলা” অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট উপজেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাজেদুর রহমান মন্ডল (চাঁদ), প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রফিক) ও কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য সাংবাদিক মোঃ এনামুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন- রাজারহাট উপজেলা শিল্পকলা একাডেমি’র সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা।