বদলগাছীতে শেখ হাসিনার বিচারের দাবিতে থানা বিএনপির বিক্ষোভ মিছিল
ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ):
নওগাঁর বদলগাছীতে থানা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০ ঘটিকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বদলগাছী থানা বিএনপির আহবায়ক মোঃ মেজবাউল হক রাজা এর সভাপতিত্বে সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী থানা বিএনপির সভাপতি মোঃ ফজলে হুদা বাবুল সহ উপজেলার বিভিন্ন নেতাকর্মী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহঃ সভাপতি উপজেলার আধাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আল হাদী টিপু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিঠাপুর ইউপির সাবেক চেয়ারম্যান মামুন, বদলগাছী থানা যুবদলের যুগ্ম আহবায়ক মুমিনুল ইসলাম মুন্না, সরদার আওরঙ্গজেব, সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী প্রমুখ। এছাড়াও বদলগাছী থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী