
জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দূর্ঘটনায় পান ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের নাম নরেশ চন্দ্র পোদ্দার (৫৫)। নরেশ চন্দ্র পোদ্দার ভেড়ামারা শহরের রথপাড়া এলাকার দীনেশ চন্দ্র পোদ্দারের ছেলে। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে শুক্রবার সন্ধ্যার পর এই দূর্ঘটনাটি ঘটেছে।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ভেড়ামারা লালন শাহ্ ব্রীজ এলাকার দিক থেকে প্রয়োজনীয় কাজ শেষ করে পান ব্যবসায়ী নরেশ চন্দ্র পোদ্দার বাই সাইকেল যোগে ভেড়ামারার দিকে আসছিলেন। পিছন দিক থেকে একটি দ্রুতগামী ঘাতক ড্রাম ট্রাক বাই সাইকেল চালক কে চাপা দিলে চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহির বলেন, সড়ক দূর্ঘটনায় ১জন পান ব্যবসায়ী নিহত হয়েছে। ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। ড্রাইভার ও হেলপার পলাতক।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com