শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে ১শ পিস ইয়াবাসহ মাদক কারবারি ২ যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম / ৫১ টাইম ভিউ
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

এমদাদুল হক মিলন, ফুলবাড়ী (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে হয়। পুলিশ বাদী হয়ে দুই মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।

থানা পুলিশ জানান, ১৬ আগস্ট শুক্রবার গভীর রাতে ফুলবাড়ী সদর ইউনিয়নের সানাউল্লাহ নুরানী মাদ্রাসার দক্ষিণ দিকে কাঁচা রাস্তার উপর হতে ১শ পিস ইয়াবা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারিরা হলেন রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপা মধুপুর এলাকার মাদক কারবারি নাজমুল ইসলাম (২৫) ও জাহিদুল ইসলাম (২৩)।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুই মাদক কারবারিকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর