বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:২২ অপরাহ্ন
সংবাদদাতা, গোপালগঞ্জ:
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে (জিএম) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ।
তিনি জানান, রোববার দুপুরে কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন গোলাম মোস্তফা। এই অভিযোগে সোমবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন। এরপর সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই ছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।