বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

পাকিস্তানে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত অবস্থায় ৫ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ৬৬ টাইম ভিউ
Update : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি বৈদ্যুতিক খুঁটিতে পাঁচজনের গুলিবিদ্ধ মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ১৬ আগস্ট বেলুচিস্তানের দালবন্দিন শহরের একটি কলেজের কাছে স্থানীয় সময় ভোরে মরদেহগুলো পাওয়া যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ডন নিউজ।-খবর তোলপাড়।

জানা গেছে, ওই শহরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠীগুলো একটি দীর্ঘ এবং রক্তক্ষয়ী বিদ্রোহ চালিয়েছে।

স্থানীয় একজন সিনিয়র সরকারি কর্মকর্তা আতিক শাহওয়ানি বলেন, ‘পাঁচটি গুলিবিদ্ধ মরদেহ একটি বৈদ্যুতিক তোরণে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।’

তিনি আরো জানান, সম্ভবত গত বৃহস্পতিবার তাদের হত্যা করা হয়েছিল। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এছাড়া স্থানীয় পুলিশের কাছে নিখোঁজ হয়েছেন এমন কোনো অভিযোগ নথিভুক্ত হয়নি।

সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মীর হুসেন লেহরি বলেছেন, মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, নিহত সবাই আফগান নাগরিক। আঙুলের ছাপ ব্যবহার করে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্য ন্যাশনাল ডাটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি (নাদ্রা)-কে অনুরোধ করা হয়েছে।’

তিনি আরো জানান, পুলিশ আলামত সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

বেলুচিস্তানে বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীর আবাসস্থল। কিছু গোষ্ঠী স্বাধীনতার জন্য লড়াই করছে। এই অঞ্চলের একটি বিরাট অংশজুড়ে রয়েছে খনিজ সম্পদ। স্থানীয় নিরাপত্তা বাহিনী প্রায়ই এখানে বোমা হামলার শিকার হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর