মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৩ হাজার ৩৭৪ কোটি টাকা

রিপোর্টারের নাম / ৪৩ টাইম ভিউ
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই দেশে বৈধ পথে রেমিট্যান্স আসার পরিমাণ বেড়ে গেছে হু হু করে। চলতি আগস্ট মাসের শুরুর দিকে চলমান সহিংসতাকে কেন্দ্র করে রেমিট্যান্স আসা থমকে গেলেও পরে তা বহুগুণ বেড়েছে।-খবর তোলপাড়।

চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে বৈধপথে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার বাবদ ১১৮ টাকা হিসাবে) এর পরিমাণ ১৩ হাজার ৩৭৪ কোটি টাকার বেশি।

এর মধ্যে আগস্টের প্রথম তিনদিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার কিন্তু শুধু ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার।

এ রেমিট্যান্সের ১৫ কোটি ২৯ লাখ ডলার এসেছে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে, প্রায় ৩ কোটি ৭৭ লাখ ডলার এসেছে বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটির (কৃষি ব্যাংক) মাধ্যমে।

এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৪ কোটি ১৪ লাখ ডলারের বেশি আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাড়ে ২১ লাখ ডলার।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ সরূপ প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেয়। এছাড়াও ছাত্র-জনতার এক দফা দাবির প্রতি সঙ্গতি জানিয়ে প্রবাসীর বৈধ পন্থায় রেমিট্যান্স না পাঠিয়ে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন। এতে হঠাৎ কমে যায় রেমিট্যান্সের গতি। ফলে টানা তিন মাস রেমিট্যান্স দুই বিলিয়নের বেশি এলেও জুলাই মাসে হঠাৎ দুই বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর