বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন
আসাদুজ্জামান স্টালিন,জলঢাকা(নীলফামারী):
নীলফামারীর জলঢাকায় মসজিদ ভিত্তিক উপ আনুষ্ঠানিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম(মউশিক) প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা,কেয়ারটেকার ও সকল জনবল সহ রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার(১০মে) দুপুরে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোকলেছার রহমান স্মারকলিপি গ্রহণ করেন।
এসময় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জলঢাকা উপজেলা শাখার সভাপতি হাফেজ মওলানা মোঃ রবিউল ইসলাম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ১৯৯৩ সালে চালু হওয়া প্রকল্পটি পর্যায়ক্রমে সপ্তম পর্যায়ে ৫ বছর মেয়াদী মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় শিক্ষক কর্মচারী সহ সকল জনবল রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাধারন সম্পাদক মওলানা মোঃ আবুল কালাম,সহ সভাপতি মওলানা এনামুল হক,কোষাধ্যক্ষ মওলানা আল আমিন, সহ সাধারন সম্পাদক মওলানা মোঃ রুহুল আমিন প্রমূখ।